রাজধানীতে ডায়রিয়ার প্রকোপ, বয়স্করাই বেশি আক্রান্ত

কালের কণ্ঠ প্রকাশিত: ২৬ মার্চ ২০২২, ০৩:৩২

রাজধানীতে ডায়রিয়ায় আক্রান্তদের বেশির ভাগই বয়স্ক। একই পরিবারের একাধিক সদস্য এতে আক্রান্ত হচ্ছেন। অনেক বেশি রোগীর চাপ সামাল দিতে রাজধানীর মহাখালীতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে (আইসিডিডিআরবি) শয্যাসংখ্যা বাড়াতে দুটি অস্থায়ী তাঁবুর ব্যবস্থা করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সেখানে সরেজমিনে গিয়ে এসব তথ্য জানা যায়।


কর্মরত চিকিৎসক আলী আমিন নবীন কালের কণ্ঠকে বলেন, এখন বয়স্করাই বেশি আক্রান্ত হচ্ছে। এই সময়ে সাধারণত শিশুরা কম আক্রান্ত হয়। শীত মৌসুমে শিশুদের আক্রান্তের হার বেশি থাকে।


হাসপাতালটির প্রধান ডা. বাহরুল আলম বলেন, ‘এবার একটু আগেই ডায়রিয়ার প্রকোপ শুরু হয়ে গেছে। সাধারণত এপিলে এর প্রকোপ শুরু হয় এবং মে মাস পর্যন্ত বহাল থাকে। আমরা কয়েক দিন আগে সর্বোচ্চসংখ্যক রোগী পেয়েছি। এর পরের কয়েক দিনে রোগী কিছুটা কমে আসছে। আরো পাঁচ-সাত দিন পার না হলে বুঝতে পারব না এরই মধ্যে সর্বোচ্চ মাত্রা পেরিয়ে এসেছি কি না। এমনও হতে পারে যে এবার তাড়াতাড়ি এটি শুরু হওয়ার কারণে তাড়াতাড়ি কমেও যাবে। ’


বাহরুল আলম আরো বলেন, প্রতিদিন প্রচুরসংখ্যক রোগী এলেও আমরা কাউকে ফিরিয়ে দিচ্ছি না। হাসপাতালে সাধারণত ৩০০ থেকে ৪০০ পর্যন্ত শয্যার ব্যবস্থা থাকে। এর বাইরে দুটি তাঁবুতে বাড়তি শয্যার ব্যবস্থা করা হয়েছে। তৃতীয় আরেকটি তাঁবুর ব্যবস্থা করা আমাদের জন্য কষ্টকর হবে। ’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us