আইপিএলে বেদম মার খেয়েছেন প্রতিপক্ষের ব্যাটারদের হাতে। একটা সময় তো এমনও বলা হচ্ছিলো, কেকেআর শুধু শুধু প্রায় ২৫ কোটি (২৪.৭৫) রুপি দিয়ে বিশ্বসেরা এই পেসারকে দলে নিলো! তাকে দিয়ে তো কোনো লাভই হচ্ছে না।
প্রথম ৮ ম্যাচ থেকে মাত্র ৭ উইকেট পেয়েছেন তিনি। রান দিয়েছেন ওভারপ্রতি ১১.৭৮ করে। এর মধ্যে তিনবারই ৫০ এর বেশি রান দিয়েছেন তিনি। এমন খরুচে বোলারকে নিয়ে তো সমালোচনা হওয়ারই কথা।