রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার স্রোতের মধ্যেই দেশটির চারজন সরকারী কর্মীর বিরুদ্ধে হ্যাকিংয়ের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। সে অভিযোগে সায় দিচ্ছে পশ্চিমা অনেক দেশই।
‘যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ’ রাশিয়ার বিরুদ্ধে আইনি অভিযোগটি এনেছে বৃহস্পতিবার। এতে রাশিয়ার চার সরকারী কর্মীর বিরুদ্ধে গত কয়েক বছর ধরে শক্তি খাত এবং ১৩৫ দেশের কম্পিউটার লক্ষ্য করে হ্যাকিং অভিযান পরিচালনার অভিযোগ রয়েছে।
অভিযুক্তদের একজন এভজেনি ভিক্তোরোভিচ গ্ল্যাদকিখ। তিনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের বাইরে থাকা গুরুত্বপুর্ণ অবকাঠামোয় ক্ষতির ষড়যন্ত্র করার অভিযোগ উঠেছে ওয়াশিংটন ডিসির ‘ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে’। ওই আক্রমণের ফলে, জরুরীভিত্তিতে ওই অবকাঠামো বন্ধ করে দিতে হয়েছিল।