দিনপঞ্জিকায় গত মাসের ২৪ তারিখে নড়েচড়ে বসেছিলেন বিশ্বনেতারা। সংবাদকর্মীদের ব্যস্ততা ছিল চরমে। পাঠক, দর্শক বারবার চোখ রাখছিলেন গণমাধ্যমগুলোতে। ঘটনা যে একেবারে হঠাৎ ঘটেছিল, তা নয়। বেশ কয়েক দিন ধরেই চলছিল বাদানুবাদ, চোখরাঙানি, হুমকি-ধমকি। যুদ্ধ হবে, না হবে না—এমন ভাবনার মধ্য দিয়ে শেষমেশ ঠিকই বেধে গেল যুদ্ধ।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক আঙুলের ইশারাই ছিল যথেষ্ট। গত ২৪ ফেব্রুয়ারি পুতিনের ঘোষণা পেয়ে রুশ সেনারা স্থল, আকাশ ও সমুদ্রপথে সর্বাত্মক হামলা শুরু করেন। হামলার পরপরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মাতৃভূমি রক্ষায় অস্ত্র তুলে নিতে ইউক্রেনবাসীর প্রতি আহ্বান জানান। সেদিনটা ছিল জেলেনস্কির আহ্বান জানানোর শুরু। এরপর থেকে একটি মাস একের পর এক ভিডিও বার্তায় কতই না আহ্বান জানিয়ে যাচ্ছেন তিনি। সহযোগিতার জন্য কত দেশের দ্বারে দ্বারে ঘুরছেন।