You have reached your daily news limit

Please log in to continue


ঋণের তথ্য মুছতে চায় সোনালী ব্যাংক

রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংকের খেলাপি ঋণের হার ১৫ বছর আগের তুলনায় কমেছে। ২০০৭ সালে এই হার যেখানে ৪৪ দশমিক ৫৯ শতাংশ ছিল, সেখানে বর্তমানে তা ১৬ দশমিক ৩৫ শতাংশে নেমে এসেছে। শুধু তা-ই নয়, আমানতেও উন্নতি ঘটেছে। যেমন ১০-১২ বছর আগে হল-মার্ক কেলেঙ্কারির সময়ে ব্যাংকটিতে আমানতের পরিমাণ ছিল ৫৫ হাজার কোটি টাকা, যা এখন প্রায় আড়াই গুণ, অর্থাৎ ১ লাখ ৩৫ হাজার কোটি টাকা। এ ছাড়া ৯ বছরে ব্যাংকটির সম্পদ ৭৫ হাজার কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ১ লাখ ৭০ হাজার কোটি টাকা।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ৫০ বছরপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অনুষ্ঠানে বিশেষ অতিথির তালিকায় বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, সালেহউদ্দিন আহমেদ ও আতিউর রহমানের নাম থাকলেও প্রথম দুজন অনুপস্থিত ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন