সংসদ নির্বাচন সামনে রেখে ছোট রাজনৈতিক দলগুলোর সমাদর বাড়ছে। দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি জোট রাজনীতিতে নিজেদের বলয় ধরে রাখার পাশাপাশি জোটের বৃত্ত আরও বড় করার চেষ্টা করছে। ফলে দীর্ঘদিন 'মূল্যহীন' থাকা আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল এবং বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টসহ ২০ দলীয় জোটের দলগুলো এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
এদিকে, আদর্শিক মিল না থাকলেও ছোট দলগুলো প্রধান দুই দলের জোটে যুক্ত হতে চাইছে। এরই ধারাবাহিকতায় আসন ভাগাভাগি নিয়ে দরকষাকষিও শুরু হয়েছে।