খরচ ছাড়াই এখন ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তাৎক্ষণিকভাবে টাকা নেওয়া যাচ্ছে বিকাশ অ্যাকাউন্টে।
ব্যাংকটির ‘সেলফিন’ অ্যাপের মাধ্যমে গ্রাহকরা এই সুবিধা পাচ্ছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিকাশ অ্যাকাউন্টে টাকা আনার পর সেখান থেকে সেন্ড মানি, ক্যাশ আউট, সব ধরনের ইউটিলিটি বিল পরিশোধ, কেনাকাটার পেমেন্ট, মোবাইল রিচার্জসহ দৈনন্দিন আর্থিক লেনদেন সেবা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও বিকাশ যৌথভাবে এ সেবার উদ্বোধন করে।