বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ যে উন্নয়নের কথা বলে তার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করে দিয়েছিলেন।
আজ বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, মুক্তিযুদ্ধ আমাদের অহংকার। আমরা মুক্তিযুদ্ধ করেছি বলেই একটি স্বাধীন জাতিতে পরিণত হয়েছি, ভূ-খণ্ড পেয়েছি, অপার সম্ভাবনার দার খুলে গেছে। সেই মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন একজন কালজয়ী ক্ষণজন্মা পুরুষ আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওই জায়গায় আমাদের কোনো প্রশ্ন থাকা উচিত নয়। প্রশ্নটা হচ্ছে, যারা মুক্তিযুদ্ধের সব কিছুর দাবিদার হয়ে গেল, যারা মনে করল একমাত্র তারা মালিক ও মোক্তার। যারা মনে করল দেশটারও তারা মালিক। জনগণ তাদের সেবক আর তারা প্রভু। স্বাধীনতার পরপরই তারা সেটার প্রমাণ দিতে শুরু করেছে। একে একে আমাদের স্বাধীনতার সমস্ত স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে।
তিনি আরও বলেন, যে লক্ষ্য নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম, লাখ লাখ মানুষ শহীদ হয়েছে-আমাদের মা-বোনেরা সম্ভ্রম হারিয়েছে, সেই লক্ষ্যগুলোকে একেবারে গুঁড়িয়ে দিয়েছে স্বাধীনতার পরপরই। তারা স্বরূপে আবির্ভূত হয়ে লুট করতে শুরু করেছে। শেষ পর্যন্ত যখন কোনো কিছুই ধরে রাখতে পারে না, তখন সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে—আমাদের যেটা লক্ষ্য ছিল গণতান্ত্রিক রাষ্ট্র, তাকে গুঁড়িয়ে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল করার চেষ্টা করেছিল। এটাই হচ্ছে আওয়ামী লীগ। যখনই সুযোগ পায়, যে কোনোভাবে ক্ষমতায় গিয়ে প্রথমে জনগণের অধিকার কেড়ে নেয় এবং লুট এমন শুরু করে যে গোটে দেশটাকে তারা ফোকলা করে দেয়।