কঠিন পরিস্থিতি পার করছে সাকিব আল হাসানের পরিবার। একই সঙ্গে পরিবারের পাঁচ সদস্য অসুস্থ। সাকিবের মা শিরিন আক্তার, শাশুড়ি, দুই মেয়ে এবং একমাত্র ছেলে হাসপাতালে ভর্তি। পরিবারের সদস্যদের অসুস্থতার পরও তৃতীয় ওয়ানডে খেলতে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দলের সঙ্গে থেকে যান সাকিব।
দেশের হয়ে তৃতীয় ওয়ানডেতে খেলেছেন সাকিব। দল জিতেছে ৯ উইকেটে, সঙ্গে সিরিজও ঘরে তুলেছে। দলের সঙ্গে সব দায়িত্ব পূরণ করে এবার পরিবারের পাশে থাকতে দেশে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পা রাখার কথা সাকিবের।
দেশে ফেরার কারণে ডারবানে হতে যাওয়া প্রথম টেস্টে সাকিবকে পাওয়ার সম্ভাবনা খুব কম। তবে, প্রথম টেস্টে না খেললেও দ্বিতীয় টেস্টে খেলতে পারেন সাকিব। পরিবারের অসুস্থ স্বজনদের শারীরিক অবস্থা কিছুটা ভালো হলে সাকিব চাইলে ফের দলের সঙ্গে যোগ দিতে পারবেন। তাই, দ্বিতীয় টেস্টে সাকিবকে পাওয়ার সম্ভাবনা রয়েছে।