গুপ্তচরবৃত্তির অভিযোগে ৪৫ রুশ কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে পোল্যান্ড। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কথা বলেছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
এর আগে, পোলান্ডের বিশেষ পরিষেবার মুখপাত্র স্ট্যানিস্লাও জারিন বলেছিলেন, এই ৪৫ জন রাশিয়ানকে গুপ্তচর অথবা গুপ্তচরদের সহযোগী বলে সন্দেহ করা হচ্ছে। তিনি বলেন, তাদের মধ্যে একজন পোলিশ নাগরিকের বিরুদ্ধে তদন্তের সময় শনাক্ত হয়েছে, যিনি ওয়ারশ'র সিভিল রেকর্ড অফিসের আর্কাইভে কাজ করতেন। তাকে গত সপ্তাহে গ্রেপ্তার করা হয় এবং তিন মাসের জন্য হেফাজতে পাঠানো হয়েছে।