ভাঙতে পারে যেসব রেকর্ড

প্রথম আলো প্রকাশিত: ২৩ মার্চ ২০২২, ১৫:০৩

বাকি আর মাত্র পাঁচ দিন। আগামী ২৭ মার্চ বসেছে এবারের একাডেমি পুরস্কারের আসর। বিখ্যাত ডলবি থিয়েটারে শুরু হয়ে গেছে সাজসাজ রব। দীর্ঘ দুই বছর পর যেন প্রাণ ফিরে পাচ্ছে এই আসর। করোনা পরিস্থিতি ভালো থাকায় নতুন আঙ্গিকে আয়োজিত হচ্ছে এবারের অস্কার অনুষ্ঠান। এসব ছাপিয়ে শেষ মুহূর্তের আলোচনায় স্থান করে নিয়েছে, এবারের অস্কারের রেকর্ড ভাঙতে যাচ্ছেন কারা। একনজরে জেনে নেওয়া যাক, অস্কারের রেকর্ড ভাঙা–গড়ায় এগিয়ে থাকবেন কারা।


হ্যাটট্রিকের হাতছানি


নারী নির্মাতাদের মধ্যে জেন ক্যাম্পিয়নের সুযোগ রয়েছে এবার হ্যাটট্রিকের রেকর্ড গড়ার। এই পরিচালক ১৯৯৩ সালে ‘পিয়ানো’ সিনেমার জন্য সেরা পরিচালক ও মৌলিক চিত্রনাট্যের জন্য অস্কারে মনোনয়ন পেয়েছিলেন। সেবার পুরস্কার জিতেছিলেন চিত্রনাট্যে। এ বছর ১২টি মনোনয়ন পেয়েছে তাঁর পরিচালিত দ্য পাওয়ার অব দ্য ডগ সিনেমা। ২৯ বছর পর আবার পরিচালক ও অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি। ৯৪তম এই অস্কারে যদি দুটি শাখায়ই পুরস্কার জিতে যান, তবে নারী নির্মাতাদের মধ্যে এটি হবে রেকর্ড। চিত্রনাট্য বিভাগে পুরস্কার পেলেও দুবার চিত্রনাট্য জেতার রেকর্ড তাঁর হাতেই থাকবে। পাশাপাশি যদি সেরা সিনেমা বিভাগে পুরস্কার জুটে যায়, তাহলে নারী নির্মাতা হিসেবে এটাই হবে প্রথম রেকর্ড।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us