সপ্তাহ দুয়েক আগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছে পিএসজি। দুদিন আগে লিগ টেবিলে ১১ নম্বরে থাকা মোনাকোর বিপক্ষেও হেরেছে প্যারিস জায়ান্টরা। টানা বিপর্যয়ে সমালোচনার ঝড় উঠেছে, বাড়তি ঝড় ক্লাবটির ব্রাজিলিয়ান তারকা নেইমারকে নিয়ে।
সেই ঝড়ের তোপ বহুগুণ বাড়িয়ে দিলেন ড্যানিয়েল রিওলো। ফ্রান্সের এ সাংবাদিকের ভাষ্যে, দলের নিয়মিত অনুশীলনকে গুরুত্ব দেন না নেইমার, এমনকি মাতাল অবস্থায় অনুশীলনে আসেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বিজ্ঞাপন মঙ্গলবার আরএমসি স্পোর্টকে এসব জানিয়েছেন রিওলো, ‘বেশিরভাগ সময় নেইমার প্রশিক্ষণে আসেন না। যখন আসেন তখন তাকে দেখতে বিধ্বস্ত লাগে, মাতাল মনে হয়।
নেইমার পিএসজির উপর প্রতিশোধ নিচ্ছেন।’ ‘পিএসজি সমর্থকরা নেইমারের ভাঁড়ামি বা তার নেটফ্লিক্স ডকুমেন্টারির ব্যাপারে একদমই আগ্রহী নয়। আমাদের উচিত তার সাথে চুক্তি শেষ করে তাকে ছেড়ে দেয়া। সে আমাদের ক্লাবের ক্ষতি করছে। তাকে ছেড়ে দেয়া জরুরি।