You have reached your daily news limit

Please log in to continue


পুতিনের সঙ্গে ‘সব বিষয়ে’ কথা বলতে রাজি জেলেনস্কি

যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আবারও সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এতে পুতিন রাজি হলে ক্রিমিয়া, দনবাসসহ ‘সব বিষয়ে’ আলোচনা হতে পারে বলেও জানান তিনি। জেলেনস্কি বলেন, এ নিয়ে বিতর্ক ও গণভোট হতে পারে। স্থানীয় একটি সংবাদমাধ্যমকে গতকাল সোমবার দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। খবর এএফপির।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, প্রায় মাস গড়াতে যাওয়া যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ‘যেকোনো ফরম্যাটে’ আলোচনায় বসতে চান তিনি। এই যুদ্ধে ইউক্রেনের বেশ কয়েকটি শহর রীতিমতো বিধ্বস্ত। তবে জেলেনস্কি সতর্ক করে দিয়ে বলেন, আত্মসমর্পণের আগে তাঁর দেশ ‘ধ্বংস হয়ে যাবে’।

বেশ কয়েকবার রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা শান্তি আলোচনায় বসেছেন। তবে এতে খুব সামান্যই অগ্রগতি হয়েছে। পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে নিজের আগ্রহের কথা বারবার বলে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তবে ক্রেমলিনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন