চারটি ক্যামেরা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন

ঢাকা টাইমস প্রকাশিত: ২২ মার্চ ২০২২, ১১:১৪

প্রযুক্তিগত দিক দিয়ে স্যামসাং স্মার্টফোন এখনও সেরা। স্যামসাং ফোন নানান কারণে বাংলাদেশ, ভারতসহ এশিয়া মহাদেশে ব্যাপক জনপ্রিয়। দুর্দান্ত চারটি ক্যামেরা নিয়ে বাজারে স্যামসাং নিয়ে এসেছে নতুন স্মার্টফোন। স্যামসাংয়ের গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে আত্মপ্রকাশ করল স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি। সফটওয়্যার আপডেট দেওয়ার ক্ষেত্রে স্যামসাংয়ের প্রতিশ্রুতি এই দুই স্মার্টফোনের অন্যতম আকর্ষণ। উভয় হ্যান্ডসেট চার বছর পর্যন্ত ওয়ানইউআই এবং অ্যানড্রয়েড আপডেট এবং সর্বোচ্চ পাঁচ বছর সিকিউরিটি আপডেট পাবে বলে ঘোষণা করা হয়েছে। ফোনগুলো কোয়াড ক্যামেরা, অক্টা-কোর প্রসেসর, এবং ২৫ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে এসেছে। গ্যালাক্সি এ৫৩ ৫জি এবং গ্যালাক্সি এ৫৩ ৫জি-এর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল, প্রথমটি পাঞ্চ-হোল এবং দ্বিতীয়টি ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে।


স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি-এর দাম ৪৪৯ ইউরো থেকে শুরু হচ্ছে, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩৭,০০০ টাকা। আর স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি-এর মূল্য শুরু ৩৬৯ ইউরো (প্রায় ৩১,০০০ টাকা) থেকে। হ্যান্ডসেটগুলো ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us