বাইকে নারী সহযাত্রী বসলে যেসব সতর্কতা মানা জরুরি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২২ মার্চ ২০২২, ১১:১৮

পরিবারের নারী সদস্যদের নিয়ে প্রায়ই মোটরসাইকেল চালান অনেকেই। এখন আবার দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যেতে নারী-পুরুষ উভয়ই বিভিন্ন বাইক রাইডিং অ্যাপসের সাহায্যে বেছে নেন মোটরসাইকেল।


যদিও মোটরসাইকেল চালকের পাশাপাশি সহযাত্রীর ক্ষেত্রেও সমান সতর্ক মানা জরুরি, তবে বাইকে নারী সহযাত্রী থাকলে বিশেষ কিছু সতর্কতা অনুসরণ করতে হবে। যা হয়তো অনেকেই জানেন না আবার জানলেও মানেন না। চলুন তবে জেনে নেওয়া যাক কী কী করণীয়-


সঠিক সিটিং পজিশন


এদেশের অধিকাংশ নারী পিলিয়ন বা সহযাত্রীই বাইকের একপাশে পা দিয়ে বসতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে এটি মোটেও বাইকে বসার সঠিক নিয়ম না। সেক্ষেত্রে মোটরসাইকেল একদিকে বেশি ভার হয়ে থাকে।


সহযাত্রীকে সতর্ক করুন


বাইকে বসে যাতে হঠাৎ করেই নারী সহযাত্রী নড়াচড়া না করেন, সে বিষয়ে তাকে আগে থেকেই সতর্ক করুন। এক্ষেত্রে বাইকের গতি বেশি থাকলে সহযাত্রীর নড়াচড়ার কারণে যে কোনো মুহূর্তে দূর্ঘটনার সম্মুখীন হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us