‘অনুদান-থ্রিলার’- মুখোশ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২২ মার্চ ২০২২, ১০:৫০

‘ফর্মুলা ছবি’র সব শর্ত মেনে পরিচালক ইফতেখার শুভর প্রথম এবং অনুদানের সিনেমা ‘মুখোশ’।


২০১৯-২০ সালে ‘লেখক’ নামে সিনেমাটি সরকারি অনুদান পেয়েছিল, যার গল্প শুভর নিজ উপন্যাস ‘পেইজ নম্বর ফোরটি ফোর’ থেকে নেওয়া।


বাণিজ্যিক ঘরানার অভিনেতা জিয়াউল রোশান আর পরীমনির সঙ্গে আজাদ আবুল কালাম পাভেল, মোশারফ করিম, প্রাণ রায়, ইরেশ যাকের, ফারুক আহমেদ, রাশেদ মামুন অপু, তারেক স্বপন ও এলিনা শাম্মী অভিনীত মুখোশ।


চেষ্টা ছিল সিনেমাটি ভালো করার, একসঙ্গে মুক্তি পেয়েছিল ৪০টি হলে। আজাদ আবুল কালাম পাভেল, মোশারফ করিম, প্রাণ রায়, ইরেশ যাকের কিংবা রাশেদ মামুন অপু চেষ্টা করেছেন নিজেদের চরিত্রকে রাঙিয়ে দিতে।


নিজের লেখা গল্পের চলচ্চিত্রায়নে কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনার দায়িত্বে ছিলেন একাই ইফতেখার শুভ। একজন পোড় খাওয়া লেখক আর লেখার ক্ষমতা নেই এমন একজন লেখক যশ প্রার্থীর দাপটের গল্প ‘মুখোশ’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us