Victor Banerjee: অতিমারি হারিয়ে জয়ী ভিক্টর বন্দ্যোপাধ্যায়, রায় বাড়িতে হাজির ‘ঘরে বাইরে’-র নিখিলেশ

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২১ মার্চ ২০২২, ১৫:৩৭

দু’বার অতিমারির আক্রমণ। সঙ্গী ডেঙ্গু। সব যুদ্ধ জিতে সম্পূর্ণ সুস্থ ভিক্টর বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি স্বয়ং উপস্থিত সত্যজিৎ রায়ের বিশপ লেফ্রয় রোডের বাড়িতে। বেশ কিছু ক্ষণ সময় কাটালেন সেখানে। অতিথি আপ্যায়নে রায় দম্পতি সন্দীপ-ললিতা। পাশাপাশি, এ দিন পরিচালক সত্যজিৎ রায়ের নামাঙ্কিত জীবনকৃতি সম্মানে সম্মানিত হলেন বর্ষীয়াণ অভিনেতা। সৌজন্যে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। এই বিশেষ সম্মান অভিনেতার হাতে তুলে দেন সত্যজিৎ-পুত্র সন্দীপ রায়।


এ বছর কিংবদন্তি পরিচালকের জন্মশতবর্ষ। সত্যজিৎ রায়ের সঙ্গে ভিক্টরের সম্পর্ক দীর্ঘদিনের। সেই উপলক্ষেই এই বিশেষ সম্মাননা। পরিচালকের তিনটি ছবি ‘শতরঞ্জ কি খিলাড়ি’, ‘পিকু’, ‘ঘরে বাইরে’-তে অভিনয় করেছিলেন বর্ষীয়ান অভিনেতা। বিশেষত রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে 'ঘরে বাইরে' ছায়াছবিতে নিখিলেশের ভূমিকায় ভিক্টরের অভিনয় অবিস্মরণীয়। ছবিতে তাঁর সহ-অভিনেতা ছিলেন স্বাতীলেখা সেনগুপ্ত, সৌমিত্র চট্টোপাধ্যায়। বর্ষীয়ান অভিনেতার অনুরোধ ছিল, সত্যজিৎ রায়ের বিশপ লেফ্রয় রোডের বাড়িতে যেন এই সম্মান তাঁর হাতে তুলে দেওয়া হয়। সেই অনুযায়ী, সোমবার সত্যজিৎ রায় যে ঘরে বসে কাজ করতেন, সেই ঘরেই অনুষ্ঠান হয়। অভিনেতার হাতে সম্মান তুলে দিয়ে সন্দীপ জানান, রায় পরিবারের সঙ্গে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের অবিচ্ছেদ্য সম্পর্ক। এই বিশেষ অনুষ্ঠানের অংশ হতে পেরে তিনিও খুব খুশি।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us