ডিম ভালবাসেন না এমন লোক কমই আছেন। আট থেকে আশি— সকলের সুস্বাস্থ্যের দাওয়াই ডিম। কিন্তু রান্না করার পর ডিমের খোসা ফেলে দেন সকলে। তবে, জানেন কি এই খোসা ঘরের বিভিন্ন কাজ থেকে শুরু করে রূপচর্চায় ব্যবহার করা যায়। জানা যাক ডিমের খোসার কিছু ব্যবহার।
১) রান্না করার সময় অজান্তেই অনেক সময় পুড়ে যায় কড়াই। সেটা আবার ঝকঝকে করে তুলতে ডিমের খোসা ব্যবহার করতে পারেন। প্রথমে ডিমের পরিষ্কার খোসাগুলি গুঁড়ো করে নিন। এ বার ওই পোড়া পাত্রের মধ্যে খোসার গুঁড়ো, নুন এবং জল দিয়ে ফুটিয়ে নিন। জল ফুটে উঠলে সেটা ফেলে দিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন পোড়া দাগ সহজেই উঠে গিয়েছে।২) পোচ কিংবা অমলেট বানিয়ে ডিমের খোসাটা রেখে দিন ঘরের এক কোণে। এতে টিকটিকির উপদ্রব কমবে সহজেই।