সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেন শুরু হতেই দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় একডজন কোম্পানির শেয়ারের ক্রেতা সংকট দেখা দেয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে এ সংখ্যা। লেনদেনের শেষদিকে এসে দেড় শতাধিক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের ক্রেতাশূন্য হয়ে পড়ে। ফলে সবকটি মূল্যসূচকের পতন দিয়ে শেষ হয় দিনের লেনদেন।
সাম্প্রতিক সময়ে এতো বেশি প্রতিষ্ঠানের ক্রেতা সংকটের দৃশ্য আর দেখা যায়নি। শতাধিক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের ক্রেতা সংকট দেখা দিলেও ডিএসইর প্রধান মূল্যসূচক কমেছে এক’শ পয়েন্টের কম। মূলত নতুন সার্কিট ব্রেকারের কারণে সূচক বড় পতনের হাত থেকে রক্ষা পেয়েছে। ক্রেতা সংকট দেখা দেওয়ায় লেনদেনেও ভাটা পড়েছে। ফলে আজ ডিএসইতে ১১ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে।