মেলবোর্নে এক পারিবারিক আয়োজনে শেন ওয়ার্নকে শেষ বিদায় জানালেন তার পরিবারের সদস্য ও বন্ধুরা। পরিবারের সদস্য ছাড়াও ৮০ জনের মতো অতিথি সেখানে উপস্থিত ছিলেন।
ওয়ার্নের বাবা-মা, তিন সন্তান-জ্যাকসন, ব্রুক ও সামার রোববার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন। তাদের সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ান সাবেক টেস্ট অধিনায়ক মার্ক টেইলর, অ্যালান বোর্ডার, মাইকেল ক্লার্ক, ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।
বোলিং গ্রেট মার্ভ হিউজ ও গ্লেন ম্যাকগ্রার সঙ্গে আরও উপস্থিত ছিলেন তার দীর্ঘ দিনের সতীর্থ মার্ক ওয়াহ, ইয়ান হিলি। লেগ স্পিন শিল্পকে অন্য উচ্চতায় তুলে নেওয়া এই ক্রিকেটারের বন্ধুদের অনেকেই ছিলেন সেখানে।
৫২ বছর বয়সে গত ৪ মার্চ থাইল্যান্ডের কোহ সামুইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওয়ার্ন।