সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর ১১ বছর পর এই প্রথম কোনো আরব দেশে সফর করলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
তিনি শুক্রবার সংযুক্ত আরব আমিরাত সফর করেন এবং বেশ কয়েকজন প্রভাবশালী নেতার সঙ্গে দেখা করেছেন। যারা আবারও সিরিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের ইঙ্গিত দিয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আসাদের এই সফর তার আরব প্রতিবেশীদের সঙ্গে সিরিয়ার সম্পর্ক উন্নয়নের সম্ভাবনার ইঙ্গিত।
তবে যুক্তরাষ্ট্র এই সফরের সমালোচনা করেছে এবং দেশটি বলেছে তারা 'অত্যন্ত হতাশ'।
এই সফরে আসাদের সঙ্গে দেখা করেন দুবাইয়ের কোটিপতি শাসক ও সম্প্রতি কিছু বিতর্কে জড়ানো শেখ মোহাম্মদ আল মাকতুম।