মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনে কথা বলেছেন। যদি বেইজিং ইউক্রেনের শহর ও বেসামরিক নাগরিকদের ওপর হামলার সময় রাশিয়াকে বস্তুগত সহায়তা করে তাহলে তার 'প্রভাব ও পরিণতি' কী হবে তা শি'কে জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। খবর সিএনএন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে- চীন ও মার্কিন নেতার মধ্যে যে ফোনালাপ হয়েছে তা ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে কেন্দ্র করে।