গত মাসে রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালানোর পর থেকেই দেশ বিদেশের সংবাদমাধ্যমগুলোর আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে 'নতুন স্নায়ুযুদ্ধ'। তবে, এবারের স্নায়ুযুদ্ধে রাশিয়ার সাথে যুক্ত হয়েছে আরেক পরাশক্তি- চীন।
যদি কৌশলগত প্রতিযোগিতা এবং ভূ-রাজনৈতিক উত্তেজনা বিবেচনায় আনা হয়, তাহলে ইতোমধ্যেই একটি 'স্নায়ুযুদ্ধ' চলছে।
ইউক্রেনে আগ্রাসনের প্রতিবাদ হিসেবে রাশিয়ার বিরুদ্ধে সম্মুখযুদ্ধ ঘোষণা ছাড়া প্রায় সবই করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা। অন্যদিকে, চীনের সাথে বিষয়গুলো এতটা উত্তেজনাপূর্ণ না হলেও অনেক আমেরিকানের মতে- বিশেষ করে রিপাবলিকানদের মতে, চীনের বিপরীতে 'স্নায়ুযুদ্ধ' সম্পর্কিত শব্দের ব্যবহার আমেরিকান পররাষ্ট্র নীতির কেন্দ্রীয় বিষয় হওয়া উচিত।
এমনকি, যারা এই চিন্তাধারার সাথে দ্বিমত পোষণ করেন, তারাও বিশ্বাস করেন যে আমেরিকা ইতোমধ্যেই চীনের সাথে স্নায়ুযুদ্ধে জড়িয়ে পড়েছে।