নেটফ্লিক্সে আসছে জেলেনস্কির কমেডি সিরিজ

প্রথম আলো প্রকাশিত: ১৭ মার্চ ২০২২, ২১:৫৬

ছিলেন কৌতুক অভিনেতা, হলেন প্রেসিডেন্ট। এখন সামাল দিচ্ছেন যুদ্ধ। তিনি ইউক্রেনে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যে কমেডি ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা পেয়েছিলেন ৪৪ বছর বয়সী এই প্রেসিডেন্ট, সেটি আবার সম্প্রচারিত হতে যাচ্ছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে।


বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, গতকাল বুধবার জেলেনস্কির অভিনয় করা ‘সার্ভেন্ট অব দ্য পিপল’ ধারাবাহিকটি ফিরিয়ে আনার খবর এক টুইট বার্তায় নিশ্চিত করেছে নেটফ্লিক্স। টুইটারে জানানো হয়, ‘আপনারা চেয়েছিলেন, আর এটা ফিরে এসেছে।’


সার্ভেন্ট অব দ্য পিপলের প্রথম সম্প্রচার শুরু হয় ২০১৫ সালে। সেখানে জেলেনস্কি অভিনয় করেছিলেন শিক্ষকের চরিত্রে। ধারাবাহিকটিতে দুর্নীতি নিয়ে অভিযোগ তুলে ওই শিক্ষকের একটি ভিডিও ভাইরাল হয়। এরপরই একেবারেই অপ্রত্যাশিতভাবে প্রেসিডেন্টের দায়িত্ব পান তিনি।


সে সময় ধারাবাহিকটি ইউক্রেনে ব্যাপক জনপ্রিয়তা পায়। এর জেরেই রাজনীতির মাঠে পা রাখেন জেলেনস্কি। ধারাবাহিকে দেখানো রাজনৈতিক দলের নামেই বাস্তবে একটি দল প্রতিষ্ঠা করা হয়। ওই দল থেকে ২০১৯ সালের নির্বাচনে ৭০ শতাংশের বেশি ভোট পান জেলেনস্কি। সেই থেকেই ইউক্রেনের প্রেসিডেন্ট তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us