রাশিয়ার কোনো প্রতিষ্ঠানের কাছে নিজস্ব পণ্যের বিক্রি বন্ধ করে দিয়েছে কোয়ালকম। ইউক্রেইনে রাশিয়ার সামরিক আগ্রাসনের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের আরোপিত বাণিজ্যিক নিষেধাজ্ঞা মানতেই এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি।
বুধবার ইউক্রেইনের উপ-প্রধানমন্ত্রী মিখাইলো ফেদোরভের এক টুইটের পাল্টা উত্তরে রাশিয়ার প্রতিষ্ঠানগুলোর কাছে নিজস্ব পণ্যের বিক্রি বন্ধ করার খবর নিশ্চিত করেছেন কোয়ালকমের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট নেট টিববিটস।
রাশিয়ার প্রতিষ্ঠানগুলোর কাছে কোয়ালকমের পণ্য সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়ে ফেদোরভ বলেছিলেন, রাশিয়ায় এখনো কোয়ালকমের পণ্য পাওয়া যাচ্ছে এবং পণ্যগুলো “পরোক্ষভাবে রাশিয়াকে হাজারো ইউক্রেইনিয়ানকে হত্যার সুযোগ করে দিচ্ছে।”
উত্তরে টিববিটস টুইট করেছেন, “এটা সঠিক নয়। ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের শান্তিপূর্ণ সমাধানের ডাক দিয়েছে কোয়ালকম, এবং কর্মীদের অবদানের সঙ্গে মিলিয়ে রেখে ত্রাণ সংস্থাগুলোকে কোয়ালকমও সরাসরি আর্থিক সহযোগিতা দিয়েছে।”