লম্বা সময় ধরে ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করছেন ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। মাঝে সুস্থ হয়ে উঠলেও চলতি বছর ফের শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। গত সোমবার রাতে হঠাৎ করে তাঁর অবস্থার আরো অবনতি হয়ে পড়ে।
গত সোমবার রাতেই দ্রুত হাসপাতালে নেওয়া হয় রুবেলকে। অবস্থার অবনতি হলে নেওয়া হয় আইসিইউতে। তবে আশার কথা হলো, আইসিইউতে দুদিন থাকার পর এখন সাড়া দিচ্ছেন রুবেল। অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। খুলে ফেলা হয়েছে অক্সিজেন মাস্ক। আজ বৃহস্পতিবারও তাঁকে আইসিইউতে রেখে পর্যবেক্ষণ করবেন চিকিৎসরা। উন্নতি হতে থাকলে কেবিনে স্থানান্তর করা হতে পারে।
রুবেলের অবস্থার কথা জানিয়ে তাঁর স্ত্রী ফারহানা রূপা চৈতি এনটিভি অনলাইনকে বলেন, ‘রুবেল এখনো আইসিইউতে আছে। তবে আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। আজও আইসিইউতে রেখে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা। উন্নতি হলে কেবিনে নেওয়া হবে।’