You have reached your daily news limit

Please log in to continue


পুতিন যে যুদ্ধ চাননি

আপনারা হয়তো জেনে থাকবেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভদ্মাদিমির পুতিন এই যুদ্ধ চাননি। এটি তার ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। তিনি তার 'প্রিয়' ইউক্রেনে হামলা এড়াতে সব করেছেন। কিন্তু এমন ক্ষমতাবানের পক্ষে কতটা সহনশীল হওয়া সম্ভব? রাশিয়ার প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছিলেন- ইউক্রেন রাশিয়ার প্রতিবেশী। রাশিয়া যদি ইউক্রেনকে না পায়, তবে কেউই পাবে না।


কিন্তু হায়! কেউই তার কথা শুনল না। রাশিয়াও তার সম্মান রাখল না। ইউক্রেনে হামলার মাধ্যমে রাশিয়া যা করেছে, তা কেবল অগ্রহণযোগ্যই নয়, বরং আধুনিক জারের মাধ্যমে তার পৌরুষ প্রকাশ করেছেন অমানবিকভাবে। আগ্রাসী পুরুষ মানে আমি পুতিনের বরফে সাঁতার কাটা, কুস্তি যুদ্ধ কিংবা খালি গায়ে ঘোড়দৌড়ের দিকে ইঙ্গিত করছি না। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন