চিত্রনায়ক নাঈমের প্রযোজনায় এর আগে নাটক, টেলিফিল্ম নির্মিত হয়েছে। দীর্ঘ বিরতির পর নাঈম শাবনাজের প্রযোজনায় ‘নাঈম প্রোডাকশনের ব্যানারে রোজা ও ঈদকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান নির্মিত হতে যাচ্ছে।
এসব অনুষ্ঠান নির্মাণের ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউট ও আরকে সিরামিক্স।
এরইমধ্যে নাঈম-শাবনাজের উপস্থিতিতে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউট (এইচবিআরআই) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কারিগরি সহযোগিতায় এবং আরকে সিরামিক্সের কারিগরি সহযোগিতায় পরিবেশবান্ধব বিকল্প নির্মাণ উপকরণ, প্রযুক্তি, টাইলস ও স্যানিটারি বিষয়ক প্রশিক্ষণ আয়োজনে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। তার আগে এক আলোচনায় সভায় অংশ নেন নাঈম-শাবনাজ, এইচবিআরইর মহাপরিচালক আশরাফুল আলম ও আরকে সিরামিক্সের সিইও অ্যান্ড সিএফও সাধন কুমার দে।