দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ২৮ মার্চ বামজোটের ডাকা হরতালে সমর্থন জানিয়েছে প্রগতিশীল নারী সংগঠনগুলো।
বুধবার (১৬ মার্চ) কয়েকটি সংগঠনের নেতারা এক বিবৃতিতে এ সমর্থন জানান।
বিবৃতিতে নারীনেতারা বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে সরকারের সীমাহীন ব্যর্থতা ও মুনাফাখোর অসৎ সিণ্ডিকেটের দৌরাত্ম্যে মানুষ আজ দিশেহারা। বাজারের দ্রব্যমূল্যের আগুন এখন ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। কোটি পরিবারের এখন দুই বেলাও খাবারের কোন সংস্থান নেই। দেড়-দুই কোটি মানুষ এখন রাতে না খেয়ে ঘুমাতে যায়। এই অবস্থা অব্যাহত থাকলে দেশ আবারও দুর্ভিক্ষাবস্থার মুখোমুখি হতে পারে।’