প্রতিষ্ঠার ১৬ বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রীহলের দুয়ার খুলল; অবসান হলো শিক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষার।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কয়েক মিনিটের হাঁটা পথে লিয়াকত এভিনিউয়ে গড়ে তোলা হয়েছে ১৬ তলা এ আবাসিক ভবন।
সেই বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীরা উঠবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে।
বুধবার দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শিক্ষার্থীরা ওঠার পর হলে আসারও প্রতিশ্রুতি দিয়েছেন মন্ত্রী।