ইউক্রেইনে হামলা শুরুর কয়েকদিনের মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, তিনি তার ‘ডিটারেন্ট ফোর্সেসকে’ যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।
এই ‘ডিটারেন্ট ফোর্সেস’ বা ‘প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বাহিনী’ আর কিছুই নয়, রাশিয়ার পারমাণবিক অস্ত্রসম্ভার।
পুতিনের ওই ঘোষণার পরপরই বিশ্বজুড়ে ভয় বাড়তে শুরু করে; অনেকের আশঙ্কা, মস্কো হয়তো পুরোদস্তুর পারমাণবিক যুদ্ধে যাবে না, কিন্তু ‘ট্যাকটিকাল’ পারমাণবিক অস্ত্র তো ব্যবহার করতেই পারে।
অবশ্য এখন পর্যন্ত তেমন নাটকীয় কিছু ঘটার সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না, বলছে বিবিসি।