ভবিষ্যৎ প্রজন্মকে তামাকমুক্ত করতে নতুন পরিকল্পনা করছে ডেনমার্ক। পরিকল্পনার অংশ হিসেবে ২০১০ সালে বা এর পরে জন্মেছে এমন নাগরিকের কাছে সিগারেট এবং অন্য নিকোটিনজাত পণ্য বিক্রিতে নিষেধাজ্ঞার কথা ভাবছে দেশটি।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ম্যাগনাস হিউনিক সাংবাদিকদের বলেছেন, আমাদের আশা ২০১০ সাল বা তার পরে জন্মেছে এমন নাগরিকরা ধূমপান না শুরু করুক বা নিকোটিনজাত পণ্য ব্যবহার না করুক। যদি প্রয়োজন হয় আমরা ক্রমান্বয়ে বয়সসীমা বাড়িয়ে এই প্রজন্মের কাছে এই ধরনের পণ্য বিক্রি নিষিদ্ধ করতে প্রস্তুত আছি। খবর দ্য গার্ডিয়ানের।