আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছে, ইউক্রেনে রুশ সামরিক অভিযান মুদ্রাস্ফীতি বাড়িয়ে এবং প্রবৃদ্ধি মন্থর করে দিয়ে পুরো বৈশ্বিক অর্থনীতিকে প্রভাবিত করবে। যা দীর্ঘমেয়াদে বৈশ্বিক অর্থনীতি ব্যবস্থাকে ‘আমূল পরিবর্তন’ করে নতুন আকার দিতে পারে।
আইএমএফ আরও বলেছে, মানুষের দুর্ভোগ এবং ঐতিহাসিক শরণার্থী ঢেউ শুরুর বাইরেও যুদ্ধ খাদ্য এবং জ্বালানির মূল্য বৃদ্ধি, মুদ্রাস্ফীতি বৃদ্ধি এবং মানুষের আয়ের মূল্য হ্রাস করছে। একই সময়ে ইউক্রেনের পার্শ্ববর্তী দেশগুলোতে ব্যবসা-বাণিজ্য, সাপ্লাই চেইন এবং রেমিটেন্সে ব্যাঘাত সৃষ্টি করছে। খবর আল-জাজিরার।
সংস্থাটি বলেছে, যুদ্ধ ব্যবসার আত্মবিশ্বাস কমাচ্ছে এবং বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক অনিশ্চয়তা তৈরি করছে যা সম্পদের মূল্য কমায়। এ ছাড়া যুদ্ধ আর্থিক অবস্থাকে চেপে ধরে এবং বিকাশমান বাজার থেকে মূলধন সরিয়ে নেওয়াকে তরান্বিত করে।
বৈশ্বিক অর্থনীতির জন্য এই সংঘাত বড় ধরনের ধাক্কা, যা প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করবে এবং জিনিসপত্রের মূল্য বাড়িয়ে দেবে বলে জানায় আইএমএফ।