নিগার–ফাহিমাদের জয়ে আকরামদের রোমাঞ্চ

প্রথম আলো প্রকাশিত: ১৫ মার্চ ২০২২, ১৪:০৪

‘ওহ্‌! বিরাট অর্জন।’


প্রসঙ্গটা তুলতেই ফোনের ওপাশ থেকে মিনহাজুল আবেদীনের উচ্ছ্বসিত কণ্ঠ শোনা যায়। বাংলাদেশ নারী দল প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে খেলতে গিয়েই হারিয়ে দিয়েছে পাকিস্তানকে। মেয়েদের এ অর্জন মিনহাজুলকে মনে করিয়ে দিয়েছে ১৯৯৯ সালে ছেলেদের প্রথম বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর স্মৃতিও।


নিউজিল্যান্ডের হ্যামিল্টনে পাকিস্তানের মেয়েদের হারিয়ে বাংলাদেশের মেয়েরা পেয়েছেন ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম জয়। এ জয়ে উচ্ছ্বসিত ছেলেদের দলের সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক মিনহাজুল। ২৩ বছর আগে নটিংহ্যামে পাকিস্তানকে হারানোর সেই সুখস্মৃতি রোমন্থন করতে করতেই মিনহাজুল বলছিলেন, ‘বিশ্বকাপে পাকিস্তানকে হারানো সহজ কথা নয়। এটা বড় অর্জন। আমরাও আমাদের প্রথম বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছিলাম। বাংলাদেশ ক্রিকেটের তখনকার প্রেক্ষাপটেও সেটা অনন্য এক অর্জন।’


মিনহাজুলের আরেক সতীর্থ ও বিসিবির পরিচালক আকরাম খানও নিগারদের এ জয়ে হয়ে ওঠেন স্মৃতিকাতর, ‘ওরা যখন জয়ের খুব কাছে, আমি তখন ১৯৯৯–এর কথা ভাবছিলাম। আমাদের ক্রিকেট আজ যে পর্যায়ে, সেটা তো এসব অর্জনের কারণেই এসেছে। শুরুটা কিন্তু ১৯৯৯ থেকেই। বড় দলকে হারানোর বিশ্বাসটা সেখান থেকেই এসেছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us