বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘নিত্যপণ্যের মজুদ করে ও মূল্য বাড়িয়ে অসাধু ব্যবসায়ীরা যেন ফায়দা নিতে না পারে, সেজন্য দু-একদিনের মধ্যে একটি টাস্কফোর্স গঠন করা হবে।’
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে রোববার দ্রব্যমূল্য পরিস্থিতি ও বাজার পর্যালোচনায় আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
টিপু মুনশি বলেন, ‘গত ২ ফেব্রুয়ারি আমরা ভোজ্যতেলের একটা দাম নির্ধারণ করে দিয়েছিলাম, যেটা জানুয়ারি মাসের ৩০ দিনের গড় আমদানি মূল্যের ওপর করা হয়েছিল। আন্তর্জাতিক বাজারে আজ যেটা বাড়ছে সেটা আজ প্রভাবে ফেলছে, তা কিন্তু নয়।’
টিপু মুনশি আরও বলেন, ‘আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পরিপ্রেক্ষিতে কিছু ব্যবসায়ী সুযোগ নেওয়ার চেষ্টা করছেন। আমরা কিন্তু কথাবার্তা বলেই দাম নির্ধারণ করেছি। সে ব্যাপারে আলোচনা হয়েছে, আমরা কোথাও মজুদদারি করতে দেব না। কোনো সুযোগ নিতে দেব না। এজন্য আজ সিদ্ধান্ত হয়েছে, যেখানে অবৈধ মজুদ প্রচেষ্টা করা হবে, সেখানেই আমরা হস্তক্ষেপ করব।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এমন না যে আজ দাম বাড়ার কারণে তাঁরা দাম বাড়িয়েছেন, আসলে তাঁরা আগের হিসাব ধরে বাড়ানোর চেষ্টা করছেন। আমরা সেটা বন্ধ করব।’