কিছু আর্থিক প্রতিষ্ঠান আমানত সংগ্রহে অগ্রহণযোগ্য ব্যয় করছে। এর মাধ্যমে অযৌক্তিকভাবে তহবিল ব্যয় বাড়াচ্ছে যা প্রতিষ্ঠানগুলোর ঋণ, বিনিয়োগের সুদ বা মুনাফার হারকে করছে প্রভাবিত। ফলে প্রতিষ্ঠানগুলোর তহবিল ব্যয় অযৌক্তিকভাবে বাড়ছে। এতে ঊর্ধ্বমুখী হচ্ছে ঋণ, বিনিয়োগের সুদ ও মুনাফার হার। এসব কারণে আমানত সংগ্রহে ব্যয় কমানোর নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
রোববার (১৩ মার্চ) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বরাবর পাঠিয়েছে।