বিএনপি যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে তবে আ. লীগ কেন সরকারে: মির্জা ফখরুল

ডেইলি স্টার প্রকাশিত: ১৩ মার্চ ২০২২, ১৯:৩৩

দ্রব্যমূল্য বৃদ্ধিতে বিএনপির জড়িত থাকার ব্যাপারে সরকারের একজন মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, বিএনপি যদি দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ করতে পারে, তবে ওনারা (আওয়ামী লীগ) সরকারে আছেন কেন?


দ্রব্যমূল্য নিয়ে মন্ত্রীরা জনগণের সঙ্গে 'তামাশা' করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আপনারা পদত্যাগ করে বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করে দেখুন, দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ করতে পারে কিনা?


আজ রোববার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব এই মন্তব্য করেন।


গত বুধবার তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ ঠাকুরগাঁওয়ে দলীয় সভায় অংশ নিতে গিয়ে বলেছিলেন, দেশের বড় ব্যবসায়ীদের বেশিরভাগ বিএনপি সমর্থক। তারা বিএনপির ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হয়ে পণ্য মজুদ করে দাম বাড়ানোর চেষ্টা করেন।


এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও তখন হুঁশিয়ার করেন তথ্যমন্ত্রী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us