সপ্তাহের প্রথম দিন পুঁজিবাজারে বড় উত্থানের মধ্যে লভ্যাংশ ঘোষণার খবরেও দর হারিয়েছে তিন কোম্পানির শেয়ার।
রোববার ওষুধ খাতের রেকিট বেনকিজার, জ্বালানি খাতের লিন্ডে বাংলাদেশ ও বীমা খাতের ইউনাইটেড ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণার খবর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সার্বিকভাবে বাজার ঊর্ধ্বমুখী থাকলেও এ তিন শেয়ারের দাম কমে যায়।
রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেড ২০২১ সালের জন্য ১৬৫০ শতাংশ (প্রতি শেয়ারে ১৬৫ টাকা) নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এরপরও দিন শেষে আগের দিনের চেয়ে শেয়ারদর ৯০ টাকা ৮০ পয়সা কমে ৫৩৪২ টাকায় নেমেছে।