আ.লীগ নেতারা জনগণকে বিভ্রান্ত করছেন: মির্জা ফখরুল

সমকাল প্রকাশিত: ১৩ মার্চ ২০২২, ১৩:৫২

সারাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আওয়ামী লীগ নেতারা হাস্যকর মন্তব্য করে জনগণকে ‘বিভ্রান্ত করছেন’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 


রোববার সকাল ১১টায় ঠাকুরগাঁওয়ের কালিবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন মির্জা ফকরুল। 


তিনি বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের উদাসীনতা দায়ী। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিএনপিই যদি কাজ করে তবে সরকারের অবিলম্বে পদত্যাগ করা উচিত। আওয়ামী লীগের নেতারা হাস্যকর মন্তব্য করে জনগণকে বিভ্রান্ত করছে ‘ 


ইউক্রেন যুদ্ধ ও রোহিঙ্গা ইস্যুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকার নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ করছে।’ 


এই সরকারের জনগণের প্রতি কোন দায়বদ্ধতা নেই অভিযোগ করে তিনি বলেন, ‘এই সরকার জনগনের দ্বারা নির্বাচিত নয় সেজন্য যা খুশি তাই বলে। তারা উদ্ধত আচরণ করে, জনগণের সাথে মশকরা করে। আজকে তাদের চরম ব্যর্থতা, এই ব্যর্থতার দায়ভার নিয়ে সরকারকে পদত্যাগ করা উচিত। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন কমিশন দিয়ে নির্বাচন করানো উচিত বলে আমি মনে করি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us