অনেক সময় আপনার মেইলে কিংবা ফেসবুক প্রোফাইলে প্রটেক্ট অন করার অনুরোধ পেয়েছেন। পাত্তা না দিয়ে এড়িয়ে গেছেন। আবার অনেকে না বুঝে প্রটেক্ট অন করেছেন। ফেসবুক প্রটেক্টের অনুরোধ আপনাকে ফেসবুক থেকেই করা হবে। করা হলে দেরি না করে অন করে ফেলুন।
মূলত যেসব ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অধিক ঝুঁকি আছে বলে ফেসবুক মনে করে, সেসব অ্যাকাউন্টে বাড়তি নিরাপত্তা প্রদান করে ফেসবুক প্রটেক্ট। শুরুর দিকে নির্বাচিত অফিশিয়াল ব্যক্তি, রাজনৈতিক প্রার্থী ও তাদের স্টাফদের জন্য এই ফিচার আনা হয়েছিল যা তাদের অ্যাকাউন্ট থেকে ভুল বা মিথ্যা তথ্য ছড়ানো রোধ করার কাজে লাগতো।
ফেসবুক প্রটেক্ট মূলত উল্লেখিত ব্যাক্তিদের জন্য টু-ফ্যাক্টর অথেনটিকেশন ফিচারটি চালু করে ও ঝুঁকি মনিটর করার কাজটি সহজ করে দেয়। এছাড়া সকল পেজের এডমিনদের পেজ পাবলিশিং অথোরাইজেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে যা টু-ফ্যাক্টর অথেনটিকেশন ও সাধারণ লোকেশন ভেরিফিকেশন এর মাধ্যমে সম্পন্ন হবে।
পেজ এডমিনদের একাউন্ট নিরাপদ করতেই মূলত এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উল্লেখ্য যে পেজ এডমিনদের নিজের আসল নাম ব্যবহার করা বাধ্যতামূলক ও ফেসবুকে একাধিক একাউন্ট থাকা যাবেনা।