মানসিক অবসাদের কারণে বিসিবির কাছে ছুটি চেয়েছিলেন সাকিব আল হাসান। বিসিবিও আরও একবার সাকিবের আবেদনে সাড়া দেওয়ায় তাঁকে ছাড়াই আগামীকাল বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকা সফরে রওনা দেবে। শুধু দক্ষিণ আফ্রিকা সিরিজ নয়, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সাকিব সব ধরনের খেলার বাইরে থাকবেন বলে জানিয়েছে বিসিবি।
সাকিবের না থাকা মানেই বাংলাদেশ দলকে দক্ষিণ আফ্রিকায় সম্পূর্ণ ভিন্ন সমন্বয় নিয়ে খেলতে হবে। বিশেষ করে ওয়ানডেতে ৩ নম্বর জায়গাটিতে সাকিবের জায়গায় কে খেলবেন, সেটি নিয়ে বিস্তর ভাবতে হবে টিম ম্যানেজমেন্টকে। সাকিবের শূন্যতা পূরণে একজন বাড়তি বোলারও খেলাতে হবে বাংলাদেশকে।