ইউক্রেনে রুশ হামলার প্রতিক্রিয়ায় রাশিয়ার উপর অর্থনৈতিক ও বাণিজ্যিকসহ বিভিন্ন অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের এসব নিষেধাজ্ঞাকে ভালোভাবে নেয়নি রাশিয়া। এর প্রতিক্রিয়ায় ক্রেমলিন জানিয়েছে, যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা করেছে। বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ নিয়মিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন নিউজ এই তথ্য জানিয়েছে। দিমিত্রি পেসকভ ওই সংবাদ সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্র নিঃসন্দেহে রাশিয়ার বিরুদ্ধে ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা করেছে এবং তাঁরাই এই যুদ্ধ চালাচ্ছে। এটিই প্রকৃত সত্য।