দুটি মানুষের মধ্যে সম্পর্কে ভালোবাসা যেমন থাকবে তেমনি খুনসুটিও থাকবে। দুজনে সবসময় সমান মানসিকতার হয়না। এ থেকেই মতের মিল হয় না। অনেকসময় অনেক সম্পর্কে আরেক পক্ষকে সবসময় হেয় করা হয়। একে বলা হয় একতরফা সম্পর্ক। আর এই সম্পর্কে কোন কিছু না পাওয়ার আশাই অন্যপক্ষ সবকিছু করে থাকে। এখন কথা হলো একতরফা সম্পর্ক কীভাবে বুঝবেন।
আপনার চেষ্টা বেশি:
যেকোন বিষয়ে আপনার সঙ্গীর থেকে আপনার চেষ্টা বা দক্ষতা যদি বেশি হয়ে থাকে তাহলে বিষয়টি হলো একতরফা সম্পর্ক। আপনি যদি ডেট নাইট, কোথাও ঘুরতে যাওয়া বা বিশেষ কোনদিনের পরিকল্পনা করে থাকেন তাহলে বুঝতে হবে এটি একতরফা সম্পর্ক। এরপরেও বুঝতে না পারলে দুজনের সম্পর্কের জন্য আপনি কী কী করছেন আর আপনার সঙ্গী কী কী করছে তা লিখে ফেলুন।
নিজেকে দ্বিতীয়বার জিজ্ঞাসা করুন:
আপনি যদি কখনো কোন সম্পর্কে থাকেন আর নিজেকে বারবার জিজ্ঞাসা করতে থাকেন আপনি আপনার সঙ্গীর আশা পূর্ণ করতে পারছেন কি না তবে তা নিঃসন্দেহে একতরফা সম্পর্ক। তাই যদি হয়ে থাকে তবে সঙ্গীর কাছে নিজেকে আকর্ষণীয় করার পরিবর্তে নিজেকে নিজের মতো রাখুন।