চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে নারীর অংশ বাড়ছে। ২০২৪ সালের মধ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঋণের অন্তত ১৫ শতাংশ নারীদের মাঝে বিতরণের নির্দেশনা রয়েছে। এটি কার্যকরে ব্যাংকগুলোও বিভিন্ন পণ্য নিয়ে আসছে নারীদের জন্য। তবে ব্যাংক খাতে ঋণ যেভাবে বাড়ছে, সে তুলনায় কম হারে বাড়ছে নারীর অংশ। যে কারণে দীর্ঘদিন ধরে মোট সিএমএসএমই ঋণে নারীর অংশ ৪ শতাংশের নিচে রয়েছে। অবশ্য মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক সেবায় তাদের অংশগ্রহণ বাড়ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর পর্যন্ত সিএমএসএমই খাতে মোট ঋণ রয়েছে ২ লাখ ৪৫ হাজার ৩২৫ কোটি টাকা। এর মধ্যে নারীদের ঋণের পরিমাণ ৯ হাজার ২৮৪ কোটি টাকা। মোট সিএমএসএমই ঋণের ঋণের যা মাত্র ৩ দশমিক ৭৮ শতাংশ। দীর্ঘদিন ধরে ঋণের হার এর কাছাকাছি রয়েছে। গত বছরের জুন পর্যন্ত ব্যাংকের প্রায় এক লাখ ৮৭ হাজার কর্মীর মধ্যে নারী ২৯ হাজার ৫১৩ জন। এর মানে মোট কর্মীর ১৫ দশমিক ৮০ শতাংশ নারী। একটি সময় চাকরি অংশ ছিল খুব কম।