নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির মধ্যে রোজায় চিনির বাজার সহনীয় রাখতে আমদানিতে শুল্ক ছাড় ১০ শতাংশ বহাল রেখেছে সরকার।
দেশের চিনি শিল্পের সুরক্ষায় সাধারণ সময়ে আমদানিতে ৩০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করা হয়।কিন্তু গত অক্টোবর মাসে চিনির দাম নিয়ন্ত্রণে রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের পরামর্শে জাতীয় রাজস্ব বোর্ড সেই শুল্ক ২০ শতাংশে নামিয়ে এনেছিল।
তখন প্রজ্ঞাপনে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত শুল্ক ছাড়ের মেয়াদ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বর্তমান বাজার পরিস্থিতিতে ১০ শতাংশ শুল্ক ছাড় আগামী ১৫ মে পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত সম্প্রতি জানিয়েছে এনবিআর।