ইউক্রেনে রাশিয়ার হামলা সমর্থন করছেন না বহু রুশ। যুদ্ধবিরোধী বিক্ষোভও চলছে। পর্যবেক্ষণ গোষ্ঠী ওভিডি-ইনফো জানিয়েছে, রাশিয়ার ২১টি শহরে যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে। ছয় শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
পর্যবেক্ষণ গোষ্ঠীটি জানিয়েছে, কারাবন্দি নেতা আলেক্সি নাভালনি ইউক্রেনের যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য রুশদের প্রতি আহ্বান জানালে তাঁরা রাস্তায় নেমে আসেন।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে গোষ্ঠীটি আরো জানিয়েছে, সাইবেরিয়ার নোভোসিবিরস্ক শহরে দুই শতাধিক বিক্ষোভকারী আটক হয়েছেন।