আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে প্রথমবারের মতো ট্রান্সজেন্ডার, পথশিশু ও বিশেষ শিশুদের নিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চার দিনব্যাপী ‘বাংলাদেশ উইমেন ওয়ারিয়র্স অ্যাওয়ার্ড অ্যান্ড এক্সপো’ অনুষ্ঠিত হচ্ছে।
‘রিয়েল হিরো’জ এক্সপো অ্যান্ড কমিনিউকেশন’র আয়োজনে এই অ্যাওয়ার্ড অ্যান্ড এক্সপো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই আয়োজনে অংশ নিচ্ছেন খ্যাতিমান অভিনেত্রী দিলারা জামান, তানজিন তিশা, শবনাম বুবলী, কনা ও সাবরিনা পড়শীর মতো তারকারা।