ত্বক ভালো রাখতে আর্দ্রতার গুরুত্ব সম্পর্কে সবাই কম বেশি জানেন। আর সেই অনুযায়ী প্রয়োজনীয় ক্রিম, মশ্চারাইজার ও অন্যান্য উপাদান ব্যবহার করেন। তবে মাথার ত্বক ভালো রাখতে আদ্রর্তা রক্ষার গুরুত্ব সম্পর্কে অনেকেরই হয়ত সঠিক ধারণা নেই।
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাতে অবস্থিত ‘অ্যাডভান্সড ট্রিকোলজি’র প্রতিষ্ঠাতা ট্রিকোলজিস্ট (মাথার ত্বক ও চুল বিশেষজ্ঞ) উইলিয়াম গনিটজ ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “মাথার ত্বক শুষ্ক হলে এতে চুলকানি ও নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। তাই মাথার ত্বকের আদ্রর্তা রক্ষা করা গুরুত্বপূর্ণ।“যেভাবে বুঝবেন মাথার ত্বক শুষ্কমাথার ত্বক শুষ্ক কিনা সে সম্পর্কে সঠিক ধারণা থাকা প্রয়োজন।
গনিটজ বলেন, “শুষ্ক মাথার ত্বক বলতে বোঝায় মাথার ত্বকে চামড়ার রুক্ষ ভাব যা খুশকির অন্যতম কারণ। এর ফলে ‘সেবোরিয়েক ডার্মাটাইটিস’ ও ‘সিরোসিস’ হয়ে থাকে।”নানান কারণে মাথার ত্বক শুষ্ক হতে পারে।