ডিসেম্বর মাসের শেষদিকে ইউক্রেন সীমান্তে রাশিয়া সৈন্য সমাবেশ ঘটানো শুরু করলে পশ্চিমা দুনিয়ায় হাহাকার শুরু হয়ে যায়। সবাই বুঝে ফেলে, রাশিয়া এবার কিছু করতে যাচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তাদের গোয়েন্দা সংস্থার বরাতে বারবার দিন-তারিখ দিয়ে সতর্কবাণী প্রচার করে বলেছেন, অমুক তারিখ, অমুক সময়ের মধ্যে রাশিয়া ইউক্রেনে ঢুকে যুদ্ধ শুরু করবে।
যদিও সেই দিন-তারিখগুলো সঠিক ছিল না। আমেরিকা যতবার এমন কথা বলেছে; রাশিয়া ততবারই পাল্টা জবাব দিয়ে বলেছে- ইউক্রেনের অভ্যন্তরে অনুপ্রবেশের পরিকল্পনা তাদের নেই। পুতিনের রাশিয়া অনির্দেশ্য। তাদের সম্পর্কে ভবিষ্যদ্বাণী খাটে না। সব কূটনীতি আর জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অনুপ্রবেশ করেছে রাশিয়ার সেনাবাহিনী।