You have reached your daily news limit

Please log in to continue


হঠাৎ করে একজন ‘নেই’, এটা কখনো দেখিনি: মির্জা ফখরুল

গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের এক অনুষ্ঠানে এসে কাঁদলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এই গুম হওয়ার সঙ্গে আমরা পরিচিত ছিলাম না। বাংলাদেশে এত আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, খুন হয়েছে, কিন্তু হঠাৎ করে একজন নেই—এটা কখনো দেখিনি। বিগত এক দশক ধরে এটি ঘটছে।’

আজ শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। জাতীয়তাবাদী হেল্প সেল নামের একটি সংগঠন এ অনুষ্ঠান আয়োজন করে।

রাজধানীর দেয়ালে দেয়ালে ছড়িয়ে পড়া সাফা নামের এক অশ্রুসজল শিশুর ছবির কথা উল্লেখ করেন বিএনপির মহাসচিব। বলেন, ‘সাফার ছবিটা সারা ঢাকা শহরে ছড়িয়ে পড়েছে, ছবিটার দিকে তাকালে কোনো হৃদয়বান মানুষের স্থির থাকা সম্ভব নয়। শুধু দেশে নয়, এই ছবি ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে।’

সাফার ছবিটা দৃক আয়োজিত বাংলাদেশ প্রেস ফটো কনটেস্ট-২০২১ এ প্রথম হয়। সাফার বাবা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান (সোহেল) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুম হয়েছেন বলে পরিবারের অভিযোগ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন